শ্রীপুরে বিএনপি’র মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

শ্রীপুরে বিএনপি’র মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

শনিবার সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপি’র নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে পালিয়ে যায়।

বিএনপির নেতাকর্মীরা জানায়, শনিবার সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মশাল মিছিলটি মহাসড়ক ধরে কিছুদুর যাওয়ার পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলে অংশ নেয়া বিএনপি, ছাত্রদল, যুবদলসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দর মহাসড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মশাল ফেলে মহাসড়ক থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়ক থেকে আগুন সরিয়ে মশাল ও লাঠি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

মশাল মিছিলে অংশ নেন গাজীপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হাসান শিশির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিলের সময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, বিএনপির মশাল মিছিলের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মশাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। মহাসড়কের যানচলাচল স্বাভাবিক আছে।