ফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাল ভারত

ফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাল ভারত

ফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাল ভারত

ফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত। রোববার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।এস জয়শঙ্কর তার এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেন, আমরা ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।

তিনি জানান, ভারতীয় বিমান বাহিনীর আইএএফ সি ১৭ বিমানটি প্রায় ৩২ টন সহায়তা নিয়ে মিসরের আল-আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।এর আগে গত ২২ অক্টোবর ভারত প্রথমবারের মতো ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠায়। তখন তারা ফিলিস্তিনে প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন ত্রাণসামগ্রী প্রদান করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল সীমান্তে এক নজিরবিহীন হামলা করে। এর মাধ্যমে চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ১২ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : সিয়াসত ডেইলি