সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন কার্টার মারা গেছেন

সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন কার্টার মারা গেছেন

রোজালিন কার্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার ৯৬ বছর বয়সে মারা গেছেন। গত চার দশক ধরে তিনি বিভিন্ন দেশে মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

দ্য কার্টার সেন্টার বলেছে, বহুদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি ঘটছিল। তিনি ডিমেনশিয়াতে ভুগছিলেন। খবর ভয়েস অব আমেরিকার

তার বিবাহিত জীবন ৭৭ বছরের বেশি দীর্ঘ। ফার্স্ট লেডি থাকাকালে তিনি মন্ত্রীসভার বৈঠকগুলোতে বসতেন, বিতর্কিত বিষয়ে কথা বলতেন, প্রেসিডেন্টের বিদেশ সফরে প্রতিনিধিত্ব করতেন।

জিমি কার্টার প্রেসিডেন্ট থাকাকালে তার সহযোগিদের বলেন, রোজালিন তার শ্রেষ্ঠ বন্ধু এবং সম্ভবত তার জীবনে সবচেয়ে বেশি প্রভাব রাখেন।

জিমি কার্টার তার ওপর এতটাই আস্থা রাখতেন যে ১৯৭৭ সালে প্রেসিডেন্ট হবার কয়েক মাসের মধ্যেই তিনি তাকে লাতিন আমেরিকা পাঠান স্বৈরাচারী নেতাদের বলার জন্য যে মানবাধিকার ভঙ্গকারিদের জন্য সাহায্য বন্ধ করার যে হুঁশিয়ারি কার্টার দিয়েছেন, তা সত্যি।

ওয়াশিংটন ছাড়ার পর জিমি এবং রোজালিন মিলে আটলান্টায় দ্য কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন এবং তাদের মানবিক কাজ অব্যাহত রাখেন। তিনি মানসিক রোগী এবং গৃহহীনদের জন্য কাজ করেছেন।