গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করল মালয়েশিয়া-তুরস্ক

গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করল মালয়েশিয়া-তুরস্ক

সংগৃহীত

গাজার শিক্ষার্থীদের টিউশন ফি থেকে অব্যাহতি দিয়েছে মালয়েশিয়া ও তুরস্ক। এর জন্য দেশ দুটির প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন বুধবার বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিদের ফি মওকুফ করা হবে।

মোহাম্মদ খালেদ বলেন, সরকার এই সময়ের মধ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৮০০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে মাসিক ভাতা দেওয়ার কথা বিবেচনা করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার গাজার শিক্ষার্থীদের জন্য বছরের দ্বিতীয় সেমিস্টারের ব্যয় বহন করবে।