মোরেলগঞ্জে বিআরটিসিসহ লোকাল বাস চলাচল বন্ধ

মোরেলগঞ্জে বিআরটিসিসহ লোকাল বাস চলাচল বন্ধ

সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিন বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জে বিআরটিসিসহ লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-চট্টগ্রামের উদ্দেশে কিছু দূরপাল্লার পরিবহন যথাসময়ে ছেড়ে গেছে। মোরেলগঞ্জ-শরণখোলা-তাফালবাড়ী সড়কে লোকাল বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। মোরেলগঞ্জ, শরণখোলা থেকে খুলনা সড়কে নিয়মিত চলাচলকারী বিআরটিসি পরিবহন বন্ধ থাকায় আরও দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিআরটিসি বাস কেন চলাচল করছে না, জানতে চাইলে মোরেলগঞ্জ কাউন্টারে কর্তব্যরত মো. রানা হাওলাদার বলেন, অবরোধ যে দিন থাকে, সেদিন এ সড়কে বিআরটিসির বাস চলাচল করে না। আজ বন্ধ আছে। কালও বন্ধ থাকবে।

এ বিষয়ে বিআরটিসি খুলনা বাস ডিপোর ম্যানেজার মো. রাজু বাস বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, বিআরটিসির বাস বন্ধ করা হয়নি। যাত্রী কম তাই ট্রিপ কমানো হয়েছে।