সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাউতগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আনা হচ্ছে। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রী সুমন মিয়া জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বলে শুনেছি। এখন যাত্রীবাহী ট্রেনগুলো বিলম্বে আসবে। এ অবস্থায় বাসে গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছি।

জানা যায়, হবিগঞ্জের বাহুবলের বিভিন্ন স্থানে রেল লাইন থেকে স্লিপারের নিরাপত্তা ক্লিপ চুরি হওয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ হতে পারে। সম্প্রতি রেলপথ থেকে চুরি হওয়া স্লিপারের নিরাপত্তা ক্লিপসহ একজনকে স্থানীয় লোকজন আটক করেছিল। ওই ঘটনায় শায়েস্তাগঞ্জ জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ বাদী হয়ে মামলা করেছিলেন।