রাজধানীর মগবাজারে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর মগবাজারে একাধিক ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার ফ্লাইওভার ও মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বুধবার (২২ নভেম্বর) রাতে বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। অন্যদিকে, বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিএনপি ও সমমনা দলগুলো সরকারের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দফায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে।

এদিকে, ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৪৮টি টহল দলসহ সারাদেশে ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়।