ডাবলিনে ভয়াবহ সহিংসতায় গ্রেপ্তার ৩৪

ডাবলিনে ভয়াবহ সহিংসতায় গ্রেপ্তার ৩৪

সংগৃহীত

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে শুক্রবার (২৪ নভেম্বর) সহিংসতার ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত করার ঘটনায় এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পুলিশ কমিশনার ড্রু হ্যারিস শুক্রবার বলেন, পুলিশ লুট করা দোকানে পাহারা দিয়েছে। কয়েক ঘণ্টার সহিংস পরিস্থিতি সামাল দিয়েছে দমকলকর্মীরা। এ সময় সহিংসতা সৃষ্টিকারীদেরকে গ্রেপ্তারের কথা বলেন ড্রু হ্যারিস। 

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার একটি সংবাদ সম্মেলনে বলেন, এ সহিংসতা ডাবলিনের জন্য লজ্জাকর। এটি আয়ারল্যান্ড, তাদের পরিবার এবং নিজেদের জন্য লজ্জাকর। শুক্রবার খবরে বলা হয়েছে, ছুরিকাঘাতে আহত পাঁচ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। এই ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় জানতে চাইলে, পুলিশ তার পরিচয় গোপন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৃহস্পতিবার (২৩) দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সেসময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।