ধান মাড়াই শেষে বাড়ি ফেরা হলো না কৃষকের

ধান মাড়াই শেষে বাড়ি ফেরা হলো না কৃষকের

ছবিঃ সংগৃহীত।

মেহেরপুর মুজিবনগরের দারিয়াপুর গ্রামে পাখি ভ্যান ও ট্রলির সংঘর্ষে ওয়াজ আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধান মাড়াই করে বাড়ি ফেরার পথে দারিয়াপুর নতুন ক্যাম্পের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াজ আলী দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল আলী ছেলে।

নিহতের ভাই মনিরুল ইসলাম সেন্টু বলেন, আজিজুল নামের এক কৃষক ট্রলি নিয়ে মাঠে যাওয়ার পথে একটি পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় । এসময় ধান মাড়াই করে বাড়ি ফেরার পথে গুরুত্বর আহত হন ওয়াজ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা নাজমুস সাকিব জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ওয়াজ আলীর মৃত্যু হতে পারে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক সমঝোতায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।