দীঘিনালায় উদ্ধারকৃত দু'টি ময়না পাখি অবমুক্ত

দীঘিনালায় উদ্ধারকৃত দু'টি ময়না পাখি অবমুক্ত

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উদ্ধারকৃত দু'টি ময়না পাখি অবমুক্ত করা হয়েছে।২৭ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলার জামতলি এলাকা থেকে পাচারকারী চক্র কতৃক পাচার হওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় ময়না পাখি দু'টিকে উদ্ধার করে দীঘিনালা বন বিভাগ (নাড়াইছড়ি রেঞ্জ)।

 

এরপর দুপুর আড়াই টার দিকে (পার্বত্য চট্টগ্রাম উত্তর) বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় উদ্ধারকৃত ময়না পাখি দু'টিকে নাড়াইছড়ি রেঞ্জের আওতাধীন বনে অবমুক্ত করা হয় বলে জানাযায়।

 

দীঘিনালা বন বিভাগের নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, পাচারকারী থেকে দু'টি ময়না পাখি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পাখি দু'টিকে বনে অবমুক্ত করা হয়।