মিষ্টি কুমড়ার ভেতরে হেরোইন

মিষ্টি কুমড়ার ভেতরে হেরোইন

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীতে মিষ্টি কুমড়ার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম আপন আলী (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আবু তাহেরের ছেলে।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালায়। এসময় অটোরিকশাচালক আপন আলীকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে অটোরিকশার বামপাশের হ্যান্ডেলের সঙ্গে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগে একটি মিষ্টি কুমড়া পাওয়া যায়। পরে মিষ্টি কুমড়া কেটে দেখা যায় এর মধ্যে ছয়টি হেরোইনের প্যাকেট।  

র‍্যাব জানায়, আপন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি পেশায় একজন অটোরিকশাচালক হলেও এর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।