মনোনয়ন পাননি পোস্টার নেতা হাস্যোজ্জ্বল মিলন

মনোনয়ন পাননি পোস্টার নেতা হাস্যোজ্জ্বল মিলন

জাতীয় প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আলম মিলন

পুরান ঢাকাসহ রাজধানীর অলিতে গলিতে সর্বত্রই তার হাস্যোজ্জ্বল মুখের পোস্টার চোখে পড়ে। বছরের অধিকাংশ সময় বিভিন্ন ইস্যুতে তার পোস্টারে ভরে যায় সড়ক মহাসড়ক, অলিগলির দেয়াল। ফ্লাইওভার, উন্নয়ন প্রকল্প মেট্রোরেল, ফুওভার ব্রিজ থেকে শুরু করে সর্বত্র দেখা যায় তার পোস্টার। সরাসরি না দেখলেও তাকে পোস্টারে দেখেননি রাজধানীতে এমন মানুষ হয়তো পাওয়া কঠিন।

তিনি আর কেউ নন, তিনি জাতীয় প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আলম মিলন। কিন্তু সেই মিলন এবার মিলাতে পারেননি মনোনয়ন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাননি তিনি।

এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে অংশ নিলেও কখনো জয় লাভ করতে পারেননি। এবার ঢাকা-৭ আসনে জাপার মনোনয়ন চেয়েছিলেন তিনি। তা না দিয়ে তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে তারেক এ আদেলকে।

মনোনয়ন না পাওয়ার কারন কি? জানতে চাইলে মিলন গণমাধ্যমকে বলেন, জাপার মনোনীত প্রার্থী তালিকায় নাম না দেখে বিস্মিত হয়েছি। আমি নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। কেন আমাকে মনোনয়ন দেয়া হয়নি তার কারণ জানবো।