উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/ ৪ ব্লকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, আজ বৃহস্পতিবার ভোরে ১০/১২ জনের একদল দুষ্কৃতকারী ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকে অবস্থিত রোহিঙ্গা যুবক ছৈয়দ আলমের ঘরে ঢুকে গুলিবর্ষণ করে দ্রুত সটকে পড়ে। রোহিঙ্গা বাসিন্দারা গুলিবিদ্ধ ছৈয়দ আলমকে ক্যাম্পে অবস্থিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পে অভিযান চালায়। থানা পুলিশ রোহিঙ্গা যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল জোরদার রয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।