প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা, বাদ পড়ল জিম্বাবুয়ে

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা, বাদ পড়ল জিম্বাবুয়ে

সংগৃহীত

আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় সেরা দল হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলো উগান্ডা। রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলার ইতিহাস গড়ল দলটা। এতে করে কপাল পুড়ল জিম্বাবুয়ের।

পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে পাঁচ জয়ে নামিবিয়ার পর দ্বিতীয় দল হলো উগান্ডা। অন্যদিকে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচে ৩ জয়ে পেয়েছিল ৬ পয়েন্ট, আজ লড়ছে কেনিয়ার বিপক্ষে। এই ম্যাচে জিতলেও আর সুযোগ নেই বিশ্বকাপে খেলার। রুয়ান্ডাকে হারিয়ে উগান্ডার পয়েন্ট এখন ১০।

বৃহস্পতিবার নামিবিয়ার ওয়ান্ডারার্স পার্কে আগে ব্যাট করে ১৮.৫ ওভারে ৬৫ রান তুলতেই হারিয়ে ফেলে সব উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার এরিক। এছাড়া মুহাম্মদ নাদির করেন ১১ রান। উগান্ডার পক্ষে ২টি করে উইকেট নেন রমজানি, নকরানি, সিসিওন্দো এবং মাসাবা।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোনাক প্যাটেল ও রজার মুকাসা গড়েন ৩১ রানের জুটি। প্যাটেল ১৮ রান করে ফিরলেও দ্বিতীয় জুটি অপরাজিত থেকে ৮.১ ওভারে তুলে নেন জয়। সেসাজি ২৬ ও মুকাসা অপরাজিত থাকেন ১৩ রানে।