কক্সবাজার-১ আসন থেকে কমেডিয়ান আরমানের মনোনয়নপত্র জমা

কক্সবাজার-১ আসন থেকে কমেডিয়ান আরমানের মনোনয়নপত্র জমা

সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীরাক্কেল খ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান কমর উদ্দিন আরমান। তিনি বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন। 

নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে আরমান বলেন, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয়তা যাচাই করতে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহ প্রদান করেছেন। এতে আমি উৎসাহিত হই। আমি দুই বাংলায় মিরাক্কেল তারকা হিসেবে পরিচিত ও জনপ্রিয় মুখ। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমি চকরিয়াবাসীর সাথে ছিলাম। আমার এলাকায় এখন পর্যন্ত যারা প্রার্থী হয়েছেন তারা অনেক সম্মানিত ব্যক্তিত্ব, তাদের প্রতি সম্মান রেখে আমার জনপ্রিয়তা যাচাই করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন ফরম নিয়েছি ও জমা দিয়েছি।’

তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি বার্তা দিতে চাই, মহান জাতীয় সংসদে শিল্পী, অভিনেতা, খেলোয়াড় সবার প্রতিনিধি থাকলেও একজন কমেডিয়ান নেই। স্ট্যান্ড আপ কমেডিয়ানরা মজার ছলে অনেক গুরুত্বপূর্ণ সত্য উপস্থাপন করে। তাই স্ট্যান্ড আপ কমেডিয়ানদের প্রতিনিধি হিসেবে আমি মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে কমেডিয়ানরা প্রেসিডেন্ট পর্যন্ত নির্বাচিত হয়েছে। তাই আমরা সংসদে একজন কমেডিয়ান প্রতিনিধি চাই।’

তিনি মনে করেন, সবার সহযোগিতা পেলে একজন জনপ্রতিনিধি হিসেবে মহান সংসদে যেতে পারবেন।  

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার কমেডি বিষয়ক রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯ এ অংশ নিয়েছিলেন কক্সবাজারের ছেলে কমর উদ্দিন আরমান।