ইসরাইলের প্রেসিডেন্টের সাথে মোদির সাক্ষাৎ

ইসরাইলের প্রেসিডেন্টের সাথে মোদির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের মধ্যেই দখলদার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সাথে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে জাতিসঙ্ঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-২৮-তে যোগ দেন মোদি। সেখানেই ইসরাইলের প্রেসিডেন্টের সাথে বৈঠক সারেন মোদি।

বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের পক্ষে প্রশ্ন করেছেন তিনি। গাজা ভূখণ্ডে ইসরাইলি সেনাদের অভিযান ও হামাসের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে দুজনের মধ্যে।

এই বৈঠকের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি লেখেন, ‘৭ অক্টোবরের হামলায় নিহত ইসরাইলিদের জন্য শোক প্রকাশ করেছেন মোদি।’ সূত্র : সংবাদ প্রতিদিন