অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক রাব্বী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক রাব্বী

সংগৃহীত

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদেস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাহফুজুর রহমান রাব্বী।

আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসর। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপ রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

৯ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের যুবারা।

১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ ডিসেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরব আমিরাতের উদ্দেশ্যে ৬ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্টান্ড বাই : রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।