ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ১৮ জানুয়ারি

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি ১৮ জানুয়ারি

ফাইল ছবি

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ (পুনর্বিবেচনা) শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি পিছিয়ে আগামি ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।