কুমিল্লায় কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

কুমিল্লায় কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদের নয় বছরের শিশু ছেলে সাইফ মাহমুদ মাত্র চার মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এ বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। মাদরাসার মুফতী এনামুল হক বাসসকে বলেন, আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮ দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত। সাইফ মাহমুদের এ সাফল্যে তার বাবা-মা, সহপাঠী, উস্তাদ এবং মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত ও গর্বিত।

এ বিষয়ে হাফেজ সাইফ মাহমুদের বাবা আব্দুল্লাহ মাহমুদ বলেন, আমি একজন প্রবাসী। বিদেশে থাকার পরও আমার আদরের সন্তান মাত্র ৯ বছর বয়সে এত অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত। ।