কমবে রাতের তাপমাত্রা

কমবে রাতের তাপমাত্রা

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমতে শুরু করেছে। সকালে রাজধানী ঢাকায় বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা থেমে গেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় দেয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার। এ সময় ঢাকায় রেকর্ড করা হয়েছে ৪৬ মিলিমিটার।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন দিনাজপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনিম্ন ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।