টাঙ্গাইলে বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী। এসময় তিনি জানান, ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাহিয়ান নূরেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খান ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল।