মাগুরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মাগুরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আজ মাগুরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করা হয়। 

সভায় সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ডাক্তার আমিনুল ইসলাম শাওন, ডাক্তার দেবপ্রিয়া সরকার পিংকি ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ। 

সভায় জানানো হয়, এবার মাগুরা জেলার ৪টি উপজেলা ও ১টি পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩ শত ৪৮ জন শিশুকে। এ ক্যাম্পেইন ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬ শত ৬৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫ হাজার ৬শত ৮১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ক্যাম্পেইনে এবার ৯৩৯ টি কেন্দ্রে ২ হাজার ২শত ৬৭ জন স্বাস্থ্যকর্মী  কাজ করবে । এ ক্যাম্পেইন সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত।