মোশাররফকে দেখতে হাসপাতালে ফখরুলের স্ত্রী-কন্যা

মোশাররফকে দেখতে হাসপাতালে ফখরুলের স্ত্রী-কন্যা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগম এবং তাদের জ্যেষ্ঠ কন্যা মির্জা শামারুহ।

রোববার (১০ ডিসেম্বর) তারা হাসপাতালে গিয়ে খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসা এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সালের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানান।

এসময় খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শায়রুল কবির বলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এখনো আগের মতোই আছেন। তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। গত ৯ ডিসেম্বর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। গত ৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথার চিকিৎসা শেষে দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ হোসেন। গত ৫ ডিসেম্বর আবারও অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে ৮ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।