সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার

সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এক সেমিনার আজ সোমবার দুপুরে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ -বিলস্আয়োজনে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম এর আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর। প্রতিবেদন উপস্থাপন করেন বিলস্ এর কো-ডিনেটর ফজলুল কবির মিন্টু।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিলস্ এর পরিচালক কোহিনুর মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি, সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর নেচ্ছা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,

 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, ডাঃ সালাউদ্দিন, শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দীন, এড. জহিরুল ইসলাম।

 

এতে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক শেখ সালাউদ্দিন, সাংবাদিক সঞ্জয় চৌধুরী ও মেরী ষ্টোপসের কর্মকর্তা ইমাম হোসেন স্বপনসহ আরও অন্যান্যরা।