দুই মহানগর পুলিশ কমিশনার ও পাঁচ জেলায় নতুন এসপি

দুই মহানগর পুলিশ কমিশনার ও পাঁচ জেলায় নতুন এসপি

ফাইল ছবি

দুই মহানগর পুলিশের কমিশনার এবং পাঁচ জেলার পুলিশ সুপারদের (এসপি) অন্যত্র বদলির পাশাপাশি নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।

সোমবার (১১ ডিসেম্বর) তাতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দুই কমিশনারের মধ্যে সিলেট মহানগরের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইলিয়াছ শরীফকে পিবিআইয়ের ডিআইজি, আর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খানকে সিলেটের পুলিশ কমিশনার করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি করা হয়েছে। আর বরিশাল মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি জিহাদুল কবিরকে।

এদিকে পিরোজপুরে এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিবিআইয়ের এসপি মুহাম্মদ শরীফুল ইসলামকে। আর পিরোজপুরের বর্তমান এসপি মোহাম্মদ শফিউর রহমানকে এসবিতে ঢাকার বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। আর হবিগঞ্জে নতুন এসপি হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার আক্তার হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপিতে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে।

সাতক্ষীরার এসপি হচ্ছেন এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপিতে উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া মেহেরপুরের এসপি মো. রাফিউল আলমকে পিবিআইয়ের এসপি ও মেহেরপুরে এসপি পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপির উপপুলিশ কমিশনার এস এম নাজমুল হক।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয় কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান ডিসি মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, বরিশাল ও সিলেট মহানগরের পুলিশের কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের প্রস্তাব করে ইসি। একই সঙ্গে সেখানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব ইসিতে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দেয় ইসি। এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ওসিকে জেলার বাইরে বদলির নির্দেশ দিয়েছে ইসি।

ইতোমধ্যে ইসির নির্দেশনা অনুযায়ী, দুই দফায় ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এবং ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়।