হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন

হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন

সংগৃহীত

বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। ১১তম দফার এই অবরোধের প্রথম দিনে রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সময় পরিবহনের একটি চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে সময় পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর জানাতে পারেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১১তম দফার এই অবরোধ কাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে।

গত সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন।