মরক্কো-তিউনিশিয়া থেকে ২৪২ কোটি টাকার সার কিনছে সরকার

মরক্কো-তিউনিশিয়া থেকে ২৪২ কোটি টাকার সার কিনছে সরকার

ছবিঃ সংগৃহীত।

মরক্কো ও তিউনিশিয়া থেকে ৫৫ হাজার টন টিএসপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এতে ব্যয় হবে প্রায় ২৪২ কোটি টাকা।

 

বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার টন টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ সার কিনতে মোট খরচ হবে ১৩২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়ার জিসিটি থেকে চতুর্থ লটে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা।