দক্ষিণ লেবাননে ইসরাইলের আর্টিলারি হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলের আর্টিলারি হামলা

দক্ষিণ লেবাননে ইসরাইলের আর্টিলারি হামলা

ইরান-সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ঘাঁটি দক্ষিণ লেবাননে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় বলা হয়েছে, দক্ষিণ লেবাননের আভিদাহ ও আজিজিয়াহ পাহাড় এবং খিয়াম শহরের দক্ষিণে ইসরাইলি বাহিনীর আর্টিলারি হামলা চালিয়েছে। এছাড়া আলম আল-চাব এবং নাকোরার মধ্যবর্তী এলাকায়ও হামলা হয়েছে।এদিকে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়া সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি লোহিত সাগরে জাহাজ চলাচলের জন্য বহুজাতিক টাস্ক ফোর্স মোতায়েন করে, তবে তাদেরকে চড়া মূল্যদ হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইরানি গণমাধ্যম স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।ইরানি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যেখানে আমাদের প্রাধান্য আছে, সেখানে অন্য কারো অনুপ্রবেশের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র যদি এমন অযৌক্তিক পদক্ষেপ নেয়, তাহলে চড়ামূল্য পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা গত সপ্তাহে লোহিত সাগরে ইসরাইলের একটি জাহাজে সামরিক অভিযান চালায়।

এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছিলেন, ওয়াশিংটন লোহিত সাগরে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সামুদ্রিক টাস্ক ফোর্স গঠন করবে। সেজন্য অন্যান্য দেশের সাথে আলোচনা চলছে। তিনি এ বিষয়ে আর বিস্তারিত জানাননি।

সূত্র : আল জাজিরা