প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

সংগৃহীত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতিসহ প্রশ্নফাঁস ও দুর্নীতির  অভিযোগে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিভাগের সাধারণ পরীক্ষার্থীবৃন্দ। শুক্রবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে বিভাগের সাধারণ পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বক্তারা অভিযোগ করে বলেন, গত ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষায় ডিভাইস জালিয়াতিসহ প্রশ্নফাঁস ও কেন্দ্র চুক্তি করে দুর্নীতির ঘটনা ঘটেছে। যে কারণে ওই পরীক্ষায় সঠিক মূল্যায়ন হবে না। অবিলম্বে তারা ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে ১ম ধাপের ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা বাতিল, নির্বাচনের পর সুষ্ঠু ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা গ্রহণসহ ডিভাইস জালিয়াতির সাথে জড়িত সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রুমান কবিব, মাহমুদুল হাসান অভি, আজমিরা খাতুন, মাহবুবা খানমসহ সাধারণ পরীক্ষার্থীবৃন্দ।