পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে আমিরাত

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে  আমিরাত

সংগৃহীত

যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষকে আটকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবারা। ১৯৪ রানের লক্ষ্য দিয়ে আমিরাতের যুবারা পাকিস্তানকে হারিয়েছে ১১ রানে।

প্রথমে ব্যাট করে ১৯৩ রান তোলে আমিরাতের ব্যাটাররা। ওপেনার আরিয়ানশ শর্মা করেন ৭০ বলে ৪৬ রান। টপ অর্ডার খেই হারালেও ছয়ে নামা ইথান ডিসুজা আমিরাতের হাল ধরেন। তাকে সঙ্গ দেন আয়ান আফজাল খান। সুজা করেন ৩৭ রান। আর আয়ান থামেন ৫৫ বলে ৫৭ রানে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনাররা সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা আজান ওয়াইস চারে নামা অধিনায়ক সাদ বেগকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন। আজান ৭১ বলে করেন ৪১ রান। ৫২ বলে ৫০ রান করেন সাদ। 

তবে বাকি ব্যাটাররা সুবিধা করতে না পারায় ১৮২ রানেই থামে পাকিস্তান।

এর আগে দ্বিতীয় সেমিফাইনালে ৭ ওভার ১ বল বাকি রেখেই ভারতের দেওয়া ১৮৯ রানের টার্গে টপকে যায় বাংলাদেশের যুবারা। জয় পায় ৪ উইকেটে। ফলে ১৭ ডিসেম্বরের ফাইনালের জুনিয়র টাইগারদের মুখোমুখি হবে আমিরাতের যুবারা।