নভেম্বরে ভিয়েতনামে চাল রপ্তানি কমেছে ৫৫ লাখ টন

নভেম্বরে ভিয়েতনামে চাল রপ্তানি কমেছে ৫৫ লাখ টন

সংগৃহীত

নভেম্বরে ভিয়েতনামে চাল রপ্তানি কমেছে ৫৫ লাখ টন। যা দেশটির চাল রপ্তানি গত অক্টোবরের চেয়ে কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। চলতি সপ্তাহে ভিয়েতনামের কাস্টমস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার

কাস্টমস ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ-সংক্রান্ত এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম ভিয়েতনামনেট জানিয়েছে, ২০২৩ সালে চাল রপ্তানির পরিমাণ অন্যান্য বছরের মধ্যে সর্বোচ্চ হবে বলে আশা করা হচ্ছে। দেশটিতে নভেম্বর মাসে কমলেও চলতি বছরের প্রথম ১১ মাসে ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৬.৩ শতাংশ বেশি রপ্তানি মূল্য। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম আন্তর্জাতিক বাজারে ৭৭ লাখ টন চাল বিক্রি করেছে। এ থেকে ৪৪১ কোটি ডলারের বেশি অর্থ আয় করেছে দেশটি।

এদিকে ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ট্রান থান ন্যাম বলেছেন, ‘এ বছর আমরা রেকর্ড চাল উৎপাদন ও রফতানির পথে রয়েছি।’ বছর শেষে চাল রফতানি থেকে আয় ৫০০ কোটি ডলারে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।