পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

ছবি: প্রতিনিধি

পাবিপ্রবি প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও শ্রদ্ধায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীনের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় ।

এসময় আনসার এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট সদস্যরা তাদের গার্ড অব অনার প্রদান করেন। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিজয় র‌্যালি বের করা হয়। যা ক্যাম্পাস বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর ধারাবাহিক ভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন, শিক্ষক সমিতি, পাবিপ্রবি প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী সঞ্চালনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী, পাবিপ্রবি প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন।সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট , সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।