লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬১ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬১ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

ছবি: সংগৃহীত

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ অথবা মারা গেছেন বলে ধারণা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। রোববার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

নিবার নৌকাডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেয়। সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।

সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।

জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। আইওএম’র তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।