প্রথম ওয়ানডেতে কিউইদের কাছে টাইগারদের হার

প্রথম ওয়ানডেতে কিউইদের কাছে টাইগারদের হার

সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। রবিবার ডানেডিনে বারবার বৃষ্টির বাধায় ৩০ ওভারে নামিয়ে আসা ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩৯ রান করেছিল নিউজিল্যান্ড। তবে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানে। জবাবে খেলতে নেমে ৪৪ রানে হারে টাইগাররা।

ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। স্লিপে টম লাথামকে ‌‌ক্যাচ উপহার দিয়েছেন সৌম্য সরকার। চার বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। পরে শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন এনামুল। তবে সেটি বেশিদূর গড়ায়নি।

ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে ১৫ রানে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। সপ্তম ওভারে ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে আর কেউ বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০০ রান করেছে টাইগাররা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন এনামুল হক বিজয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন আফিফ হোসেন। তাওহীদ হৃদয় করেছেন ৩৩ রান। মেহেদি হাসান মিরাজ অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন।

এদিন টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘণ্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে।

বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। শরিফুলকে প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বল প্রান্ত বদল হয়। স্ট্রাইকে এসে প্রথম বল ছেড়ে দেন রাচিন। পরের বলটি অফ স্টাম্পের একটু বাইরের বল ব্যাটে কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়।

এক বল বিরতি দিয়ে শরিফুল উইকেট নেন আরও একটি। এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে নিউজিল্যান্ড।

এরপর উইল ইয়াং ও টম লাথামের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচ চলে আসে ৪০ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। পরে তৃতীয় দফায় আবার বৃষ্টি নামে। এতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে।

তবে বৃষ্টির পর খেলতে নেমে দুর্দান্ত গতিতে ছুটতে থাকে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত উইল ইয়াংয়ের ১০৫ রান ও টম লাথামের ৯২ রানে ভর করে সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৩৯ রান করে কিউইরা।