সরে দাঁড়ালেন আ. লীগের তিনবারের এমপি গিনি

সরে দাঁড়ালেন আ. লীগের তিনবারের এমপি গিনি

ফাইল ছবি

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের দুটিতে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। তিনি ২০০৮ সাল থেকে আসনটিতে টানা তিনবারের এমপি।

সেইসঙ্গে চারটি আসনে মনোনয়পত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির চার প্রার্থী। এ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ছয় প্রার্থী।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের আফরুজা বারী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গাইবান্ধা-২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মাহাবুব আরা বেগম গিনি।

এছাড়া চারটি আসনে জাকের পার্টির চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন গাইবান্ধা-১ আসনে মোশাররফ হোসেন বুলু, গাইবান্ধা-২ আসনে জহুরুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে মোছাদ্দেক হোসেন ও গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব। তিনি বলেন, জেলার চারটি আসনে জাকের পার্টির চার জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তে নৌকার দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার পাঁচটি আসনে ৫২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরে আপিল করে ছয় জন প্রার্থিতা ফিরে পাওয়ায় সংখ্যা দাঁড়ায় ৫৮ জনে। ছয় জন প্রত্যাহার করায় টিকে থাকলেন ৫২ জন।

গাইবান্ধা-২ আসনে আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম গিনি ও জাকের পার্টির জহুরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করায় আসনটিতে প্রার্থী থাকলেন চার জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, জাসদের গোলাম মারুফ মনা ও ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান।

গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের আফরুজা বারী ও জাকের পার্টির মোশাররফ হোসেন বুলু প্রার্থিতা প্রত্যাহার করায় টিকে থাকলেন ১০জন। তারা হলেন জাতীয় পার্টির বর্তমান এমপি শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার, জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. ওমর ফারুক সিজার, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. ফখরুল হাসান প্রামাণিক, ন্যাশনাল পিপলস পার্টির মর্জিনা খান, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ নাহিদ নিগার।

মহাজোটভুক্ত প্রার্থী থাকায় গাইবান্ধার দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের সচিব বরাবরে পাঠানো আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।