বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ এর মাষ্টার গ্রেফতার

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ এর মাষ্টার গ্রেফতার

ফাইল ছবি

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর-২ এর মাষ্টারকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের নবনিযুক্ত পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

 তিনি জানান,আজ সকাল ১১ টায়  র‌্যাব মিডিয়া সেন্টার, কারওয়ান বাজার ব্রিফিং এর বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশের সদরঘাট নৌ থানা।

এর আগে গত ২৯শে জুন সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা ‘মর্নিং বার্ড’ লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে ‘ময়ূর-২’ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে লঞ্চ ডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়।।