অভিনয় ছেড়ে আমি খুশি : এমা ওয়াটসন

অভিনয় ছেড়ে আমি খুশি : এমা ওয়াটসন

এমা ওয়াটসন। (ছবিঃ সংগৃহীত)

হলিউডের জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী এমা ওয়াটসন। ২০০১ সালে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী এমার। জে কে রাউলিং এর লেখা গল্প অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রগুলোতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। কিন্তু বেশ কয়েক বছর যাবৎ নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাকে।

কোথায় আছেন এমা ওয়াটসন?

৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৯ সালে মুক্তি পাওয়া তার চলচ্চিত্র ‘লিটল উইমেন’-এর পর ক্যারিয়ার থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৮ সালে সিনেমাটির শুটিং শেষ করার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি তিনি। ক্যারিয়ার থেকে বিরতি নেওয়ার পর তিনি একটি সুগন্ধি বিজ্ঞাপন পরিচালনা করেছেন। সেই সঙ্গে ক্রিয়েটিভ রাইটিংয়ে ‘এমএ’ সম্পন্ন করেছেন এবং একটি নাটকও লিখেছেন।

তবে ক্যামেরার সামনে এই মুহূর্তে আর আসছেন না এমা। এমনকী নিজের এই সিদ্ধান্তে বেশ খুশিই এমা। সম্প্রতি জানালেন এমনটাই।

ব্রিটিশ ভোগের সাথে একটি নতুন সাক্ষাৎকারে, এমা প্রকাশ করেছেন, ‘অভিনয় ছেড়ে আমি খুশি।

 

আমি অভিনয় থেকে সরে এসেছি কারণ আমার নিজের জন্য সৃজনশীল স্থান এবং সার্বভৌমত্ব থাকার প্রয়োজন আছে। এমন কিছু বিষয় রয়েছে যা আমি করতে চাই। এজন্য নিজের ওপর স্বায়ত্তশাসন প্রয়োজন আমার। নিজেকে সময় দেওয়া প্রয়োজন।’

হ্যারি পটার তারকা স্বীকার করেছেন, ‘আমি এমন একটি কর্মজীবনে ছিলাম যা খুব দ্রুত চলে যায়।

 

আমার আরো অনেক কিছু করার আছে যেগুলো করার জন্য সময় নেওয়ার সিদ্ধান্তটি খুব বড় সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। তাই বিরতি নিয়েছি।’

এমা আরো বলেছেন যে, তিনি কখনও কখনও মনে করেন তিনি পর্দায় যে চরিত্রগুলি অভিনয় করেছেন তা তাঁর চেয়েও অনেক বাস্তব। সাক্ষাৎকারে এমা জানান, হলিউডে তার ক্রমবর্ধমান ক্যারিয়ার থাকা সত্ত্বেও তিনি ভিতরে ভিতরে নিজের সঙ্গে সংগ্রাম করছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে সফল, সুন্দর, অবিশ্বাস্য কিছু মানুষের সাথে সামনের সারিতে আসন পেয়েছি। আর যখন সেই আসনটি থাকে তখন এটি খুব স্পষ্ট হয়ে যায় যে সাফল্যের আর এমন কোন স্তর নেই যা আপনাকে খুশি বা সন্তুষ্ট করে তুলবে। যদি আপনি নিজের কাজ পছন্দ না করেন কিংবা উপভোগ না করেন।’

এই বছরের শুরুর দিকে ফিন্যান্সিয়াল টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনয় থেকে তাঁর চার বছরের অনুপস্থিতির কথা বলেছিলেন। সঙ্গে এটিও জানিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে কোনো এক সময়ে অভিনয়ে ফিরে আসতে পারেন। 

 

‘হ্যারি পটার’ ছাড়াও বিউটি অ্যান্ড দ্য বিস্ট, নোয়া, দ্য পার্কস অব বিইং আ ওয়ালফ্লাওয়ার, দ্য ব্লিং রিং, লিটন উইমেন’সহ আরও জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এমা ওয়াটসন। এর মধ্যে ‘লিটল উইমেন’ সেই বছর বেস্ট পিকচারসহ ছয়টি শাখায় অস্কার মনোনয়ন পেয়েছিল।