ঠাকুরগাঁওয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে এমনটা জানা গেছে।

ঠাকুরগাঁও দেশের উত্তরের জেলা হওয়ায় এখানে অন্যান্য এলাকার চেয়ে শীতের তীব্রতা বেশি হয়। হিমালয়ের ঠাণ্ডার প্রভার পড়ে এ অঞ্চলে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক। রাতের হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে।

ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশা ও শীতের কারণে অন্যান্য দিনের তুলনায় আজ বাইরে লোকজনের উপস্থিতি বেশ কম। তবে বেলা বাড়ার সাথে সাথে হালকা রোদের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।