ক্যানসারের কাছে হার মানলেন ম্যাকক্যাফ্রি

ক্যানসারের কাছে হার মানলেন ম্যাকক্যাফ্রি

ছবি: সংগৃহীত

মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস ম্যাকক্যাফ্রি। জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিতে ম্যাক্স পেনের জন্য কণ্ঠ দেওয়ার জন্য বেশ পরিচিত ছিলেন তিনি। খবর দ্য মার্কারির।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৬৫ বছর বয়সী ম্যাকক্যাফ্রি ‘রেসকিউ মি’ সহ বিভিন্ন টেলিভিশন শোতেও অভিনয় করেছেন। 

স্থানীয় সময় সোমবার ম্যাকক্যাফ্রির এজেন্ট ডেভিড এলিয়ট জানিয়েছেন, ‘নিউইয়র্কে বসবাসরত অবস্থায় রোববার তিনি মারা গেছেন।’

ম্যাকক্যাফ্রি স্ত্রী রোচেল বোস্ট্রম গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যাকক্যাফ্রি ম্যানহাটনের নিউইয়র্ক শহরতলির লার্চমন্টের বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

ম্যাকক্যাফ্রিকে সম্মান জানাতে নিউইয়র্কের সহকর্মী, অভিনেতা এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করছেন। 

প্রসঙ্গত, ম্যাকক্যাফ্রি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতে ৩৫ বছর ধরে কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য টেলিভিশন শো ছিল ‘ব্লু ব্লাডস’ এবং ‘স্যুটস’।