ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান

ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান

ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান

ইসরাইলের দেয়া বেশ কয়েকজন পণবন্দীর মুক্তির বিনিময়ে এক সপ্তাহের যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলছে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা কোনো মুক্তির বিষয়ে আলোচনা করবে না।মিসরিয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এ কথা জানিয়েছে।

কর্মকর্তাদের মতে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ বুধবার একটি সফরে কায়রোতে গোয়েন্দা কর্মকর্তাদের বলেছিলেন যে তিনি গাজার জন্য যুদ্ধবিরতি এবং অতিরিক্ত মানবিক সহায়তা পেতে মিসেরের রাজধানীতে ছিলেন।

বুধবার আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে হামাসের কর্মকর্তা গাজি হামাদ জানান, তারা যুদ্ধ বন্ধকে ‘অগ্রাধিকার’ দিচ্ছে।তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট, আমরা আগ্রাসন বন্ধ করতে চাই।’গাজায় ইসরাইলি হামলার কারণে সৃষ্ট ‘বড় ধ্বংস ও গণহত্যা’ উল্লেখ করে হামাদ আরো বলেন, ‘সেখানে যা ঘটছে তা একটি বড় বিপর্যয়।’

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য জানান, ‘কিছু লোক’ কয়েক দিন বা সপ্তাহের জন্য যুদ্ধের বিরতি চাইছে। তবে সংগঠনটি এতে সম্মত হবে না।তিনি জানান, ইসরাইল পণবন্দীদের মুক্তি করে গাজায় নতুন করে গণহত্যা শুরুর ষড়যন্ত্র করছে।তিনি বলেন, ‘আমরা এই খেলা খেলব না।’
সূত্র : আল জাজিরা