বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচারণা শুরু কাদেরের

বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচারণা শুরু কাদেরের

সংগৃহীত ছবি

বাবা-মায়ের কবর জিয়ারত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে এ জিয়ারত করেন তিনি।

বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনী এক পথসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে ঢাকা থেকে গিয়েই বিকেলে সাড়ে ৩টায় বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়ির দরজায় বাবা মোশারেফ হোসেন ও মা বেগম ফজিলাতুন্নেছার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী দাগনভুঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, মির্জা মাশরুর কাদের তাশিক প্রমুখ।

উল্লেখ্য, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।