ভূমধ্যসাগর বন্ধ করে দেয়ার হুমকি ইরানের

ভূমধ্যসাগর বন্ধ করে দেয়ার হুমকি ইরানের

ভূমধ্যসাগর বন্ধ করে দেয়ার হুমকি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় এমন অপরাধ করতে থাকলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছে ইরান। শনিবার (২৩ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ইরানি মিডিয়ার সূত্রে বলা হয়েছে, ইরানের এক বিপ্লবী গার্ড কমান্ডার বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় এমন অপরাধ করতে থাকলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যেতে পারে।’ কিন্তু এটি কিভাবে ঘটতে পারে, ওই বিষয়ে তিনি কিছু বলেননি।

তাসনিম গার্ডদের সমন্বয়কারী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন, আমরা শিগগিরই ভূমধ্যসাগর, জিব্রাল্টার ও অন্যান্য নৌ-পথ বন্ধ করার জন্য অপেক্ষা করব।

শুক্রবার হোয়াইট হাউস বলেছে, ইরান লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় গভীরভাবে জড়িত ছিল। তবে হাউছি বিদ্রোহীরা জোর দিয়ে বলেছিল, হামলার জন্য তাদের ইরানের সাহায্যের প্রয়োজন নেই।

সূত্র : আল জাজিরা