যতদিন বাঁচব আপনাদের পাশে থেকে কাজ করব : কাদের সিদ্দিকী

যতদিন বাঁচব আপনাদের পাশে থেকে কাজ করব : কাদের সিদ্দিকী

সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ’৭১ সালে সখীপুরের সকল মানুষের সহযোগিতা নিয়ে এখানে যুদ্ধ করেছি। এই এলাাকার সবাই আমার সাথে যুদ্ধ করেছে। তাই এখানে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ নাই।’ 

‘এখানকার সব মানুষ আমার মানুষ, আর আমিও সব মানুষের মানুষ। যতদিন বাঁচব আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে যাব’। 

গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের আাড়াইপাড়া বাজারে গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।

এছাড়া উপজেলার কচুয়া, বানিয়ারছিট, মাছিয়া, কাহারতাসহ কয়েকটি পথসভায় কাদের সিদ্দিকী বলেন, ‘আটিয়াবন অধ্যাদেশ সখীপুরের মানুষের গলার ফাঁস। এই আটিয়াবন অধ্যাদেশের সংসদীয় কমিটিকে একবার সখীপুরে এনেছিলাম তখন কোনো কাজ হয় নাই। এবার আনলে বন আইন বাতিল করে ছাড়ব, ইনশাআল্লাহ।’ 

এ সময় বীর কন্যা কুড়ি সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবসহ অন্য নেতকর্মীরা বক্তৃতা করেন।