ফেনীর ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার মোতায়েন

ফেনীর ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার মোতায়েন

সংগৃহীত

ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে জেলা আনসার কমান্ড্যান্ট ও পরিচালক জানে আলম সুফিয়ান রেলষ্টেশন পরির্দশন কালে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় ফেনী সদর উপজেলা আনসার কর্মকর্তা রেজাউল হক ও ছাগলনাইয়া উপজেলার রিক্তা রানী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথ সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া রেল পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেল ষ্টেশনে সর্তক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী ষ্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহ সহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি, ফেনীর অংশে স্থানে ব্যাটেলিয়ান ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জানে আলম সুফিয়ান আরও জানান, বিএনপির লাগাতার চলমান আন্দোলনের শুরু থেকে ফেনীর রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক গ্রুপে বিভক্ত করে ব্যাটেলিয়ন ও সাধারণ আনসার ভিডিপির সদস্যদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। এরা বিভিন্ন শিফটের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। যদিও ফেনীর ২৮ কিলোমিটার রেলপথে এ পর্যন্ত বড় ধরনের কোন নাশকতার অভিযোগ পাওয়া যায়নি