খেজুরের রস ছাড়াই তৈরি করা হচ্ছিল পাটালি, জরিমানা ২৫ হাজার

খেজুরের রস ছাড়াই তৈরি করা হচ্ছিল পাটালি, জরিমানা ২৫ হাজার

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরের শিবচরে ভেজাল খেজুর গুড়ের পাটালি তৈরির অপরাধে জয়নাল খান নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোঁতারা গ্রামে জয়নাল খানের বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা করেন অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালবাড়ী এলাকার দোঁতরা গ্রামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দেখা যায়, খেজুরের রস ছাড়াই ভারতীয় গুড়ের সঙ্গে চিনি, কেমিক্যাল ও কাপড়ের রং ব্যবহার করে পাটালি তৈরি করছেন জয়নাল। পরে প্রায় ১৫ মণ ভেজাল পাটালি গুড় ও উপকরণ জব্দ করা হয়। এসময় ভেজাল গুড়ের পাটালি তৈরির দায়ে জয়নাল খানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।