স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশে সরকারের কিছু সুবিধাভোগী মানুষ সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আজকে বাংলাদেশের সকলে জানে, একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচন একদলীয় বাকশালের নির্বাচন। যেটা হয়েছে গেছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা দিবে। সবাইকে দেখিয়ে নাটক করার জন্য।সবাই এই সরকারের পতন চায় জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, এরা বিরোধীদলকে বিচ্ছিন্ন করতে চায়। নিজেরা আগুন দিয়ে বিএনপির নামে দোষ দিচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা এই নির্বাচন মেনে নেবে না।

সেলিমা রহমান বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে লুটপাট করে শেষ করে দিয়েছে। জোর করে দেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে।এরপর প্রেসক্লাবের আশপাশে অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি।