বশেমুরবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা ড. শারাফাত

বশেমুরবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা ড. শারাফাত

ছবিঃ বশেমুরবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ শারাফাত আলী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

জাতির জনকের নামে নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন ছাত্র উপদেষ্টা পদে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ শারাফাত আলীকে নিয়োগ দিয়েছেন প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (চলতি দ্বায়িত্বে) অধ্যাপক ড. মোঃ শাহজাহান বলেন, ‘ছাত্র উপদেষ্টা পদটি গুরুত্বপূর্ণ। করোনাকালীন ছুটি থাকায় নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হয়েছে। একই সাথে প্রশাসনিক কাঠামোকে অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ শূন্য পদসমূহে যত দ্রুত সম্ভব নিয়োগ দেয়া হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরুদ্দীন আহমেদ বলেন, ‘চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সভায় ড. শারাফাতকে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের সম্মতিক্রমে অফিস আদেশ বাস্তবায়ন করা হয়েছে।’

সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ড. মোঃ শারাফাত আলী বলেন, ‘এটি এমন একটি পদ যেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং তাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হয়। আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কাজ করতে। এই পদে থেকে শিক্ষার্থীদের জন্যে তাদের অভিভাবক সুলভ দ্বায়িত্ব পালনই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান।’