করোনা চিকিৎসায় ড্রোন!

করোনা চিকিৎসায় ড্রোন!

ছবিঃ করোনা চিকিৎসায় ব্যবহৃত ড্রোন

একেবার আকাশ পথে গোঁ গোঁ করে চক্কর কেটে নেমে আসছে ড্রোন। দূর নিয়ন্ত্রিত এই যন্ত্র পৌঁছে দিচ্ছে করোনা চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় পিপিই, মাস্ক, গ্লাভস আর ওষুধের প্যাকেট। ভারতের অঙ্গরাজ্য নাগাল্যান্ডের রাজধানী কোহিমার এ পাড়া ও পাড়ায় উড়ে বেড়াচ্ছে ড্রোন।

 বাড়তে থাকা করোনা রোগীদের সংখ্যা নিয়ে চিন্তিত নাগাল্যান্ড সরকার। পরিস্থিতি সামাল দিতে ড্রোন সাহায্য নেওয়া শুরু করেছছে। রাজধানী কোহিমার কোভিড-১৯ হাসপাতাল থেকে আইজি স্টেডিয়াম পর্যন্ত চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে।

 ৫ কেজির এই প্যাকেট করোনা রোগীদের চিকিৎসা ও সেবা নিযুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং অন্যান্য সুরক্ষামূলক জিনিষপত্র থাকছে। কোহিমাতে পরীক্ষামূলক সফলতা এলে রাজ্যের সর্বত্র চালু হবে ড্রোনের মাধ্যমে করোনা চিকিৎসার পিপিই কিট ও ওষুধ পাঠানোর কাজ।

 ঘণ্টায় ৬৪ কিলোমিটার যেতে সক্ষম এই ড্রোন। একেকবারে ৮ কিলোমিটার পরিধিতে অত্যাবশ্যকীয় কিট পাঠানো যাবে। এর ফলে সড়ক পথে যাওয়ার সময় যেমন বাঁচবে, তেমনি করোনা আক্রান্ত ও সংক্রামক দের সংস্পর্শ এড়ানো সম্ভব।

 ড্রোন দিয়ে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কিট পাঠানোর অভিনব প্রয়োগ আরও বড় আকারেই করা হবে জানিয়েছে নাগাল্যান্ড সরকার। ইতিমধ্যে দুটি ড্রোন কাজে নামানো হয়েছে।