ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কিছু অংশে শনিবার (৩০ ডিসেম্বর) অগভীরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আচেহ প্রদেশের উপকূলীয় শহর সিনাবাং থেকে ৩৬২ কিলোমিটার (২২৫ মাইল) পূর্বে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওফিজিক্যাল এজেন্সি জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই, তবে সম্ভাব্য পরবর্তী অবস্থা সম্পর্কে সতর্ক করা হয়েছে।সংস্থাটি প্রাথমিক মাত্রা ৬.৩ বলে জানিয়েছে (ভূমিকম্পের প্রাথমিক পরিমাপে ভিন্নতা সাধারণ বিষয়)।
সূত্র : বাসস