মারকাযুল লুগায় মাসব্যাপী আরবি ভাষা কোর্স সম্পন্ন

মারকাযুল লুগায় মাসব্যাপী আরবি ভাষা কোর্স সম্পন্ন

সংগৃহীত

প্রাণবন্ত সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হলো আলিয়া মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের মাসব্যাপী আবাসিক আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল দশটায় মারকাযের মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকী। অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মিরপুরের মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক ও আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ।

কোর্সে অংশগ্রহণকারীরা সেমিনারে আরবি কবিতা, খুতবা ও কথপোকথন উপস্থাপন করে এবং কোর্স থেকে তাদের প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে। অংশগ্রহণকারীদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদেরকেও প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট।